সিলেটে দেড় মাসের নিষ্পাপ শিশু ইনায়া রহমানকে (৪৫ দিন) নিজ পিতা নৃশংসভাবে হত্যা করেছেন। শাহপরান (রহ.) থানার ইসলামপুর এলাকার কোরেশী ভিলা ১৮/এ-তে গত বুধবার বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুটি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর নাতনি। তার পিতা আতিকুর রহমান (৪০) পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
কীভাবে ঘটল এ হত্যাকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন ইনায়ার মা ঝুমা বেগম। পারিবারিক কিছু বিষয়ে কথা কাটাকাটির পর হঠাৎ আতিকুর রহমান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে দাবি করেছেন। এরপর তিনি শিশুটিকে কোলে নিয়ে বাথরুমে ঢোকেন। সেখানেই ধারালো বটির মাধ্যমে শিশুর গলায় আঘাত করেন।
হত্যার পর আতিকুর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পিতার বক্তব্য
আতিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় পুলিশকে জানিয়েছেন, “মাথাব্যথার কারণে হঠাৎ কী যেন হয়ে গিয়েছিল। কিছুই বুঝতে পারিনি।”
এলাকাজুড়ে শোক
এ নির্মম ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শিশুটির আত্মার শান্তি কামনা করেছেন।
আইনগত পদক্ষেপ
পুলিশ জানিয়েছে, আতিকুর রহমান সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিবেদক: মুমিন আহমেদ মারুফ