1. admin@amarjonota.com : admin :
রাশিয়া-ইউক্রেইন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা - আমার জনতা
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেইন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা

রিপোর্টার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদকঃ
  • রাশিয়া এবং ইউক্রেইন অবিলম্বেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর জানিয়েছেন এমন কথা,ফোনে এই আলাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলছেন তিনি ইউক্রেইন প্রশ্নে ‘আপোস’ করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন,
    রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ থামানোর জন্য দুই দেশে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে এই আলাপ করলেন ট্রাম্প।
    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি জানিয়েছেন, আলোচনা খুব ভালহয়েছে বলেই মনে হচ্ছে তার। ট্রাম্প লিখেন, “রাশিয়া ও ইউক্রেইন শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে এবং এ যুদ্ধের অবসান ঘটবে।”
    ওদিকে, ট্রাম্পের সঙ্গে আলোচনাকে খোলামেলা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    পুতিন বলেন, “এ আলোচনা খুবই উপকারী হয়েছে। প্রথমেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছি, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির লক্ষ্যে সরাসরি আলোচনা শুরুর জন্য সহায়তা করায়।
    পুতিন আগে যে ভাষায় কথা বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তার চেয়ে অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।
    পুতিন বলেন, রাশিয়া ভবিষ্যতে সম্ভাবনাময় একটি শান্তিচুক্তির স্মারক নিয়ে ইউক্রেইনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একইসঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধবিরতিসহ অন্যান্য
    তবে পুতিনের একথার মধ্য দিয়ে রাশিয়ার অবস্থানে বড় কোনও পরিবর্তন হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। বরং পুতিন আবারও বলেছেন, সংকটের মূল কারণগুলো সমাধান করতেই হবে।
    ওদিকে, তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সমাধান আসেনি।
    পুতিন ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া এখন ‘সমঝোতার পথ’ নিয়েও আলোচনা করতে ইচ্ছুক। তবে এই সমঝোতার প্রকৃতি ও শর্তগুলো এখনও স্পষ্ট নয়
    রাশিয়া এবং ইউক্রেইন অবিলম্বেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর জানিয়েছেন এমন কথা,ফোনে এই আলাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলছেন তিনি ইউক্রেইন প্রশ্নে ‘আপোস’ করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন,
    রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ থামানোর জন্য দুই দেশে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে এই আলাপ করলেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়া শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগারি আরও পোস্ট
© All rights reserved © 2025 Amar Jonota
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting