নিজস্ব প্রতিবেদকঃসকল সদস্য হতে,
আজ ১৮-০৫-২৫ইং দৈনিক আমার জনতার সম্পাদক ও প্রকাশক ফারজানা আক্তার এর শুভ জন্মদিন এই দিনে তিনি জন্ম নিয়েছিলেন ঘর আলো করে মায়ের কুলে,আজ সেই দিন যে দিনে তিনি পৃথিবীর বুকে নিজের পরিবারের সকল এবং মা বাবার মুখে হাসি ফুটিয়ে ছিলেন,এই দিন যেন বার বার আসে বছর ঘুড়ে, আল্লাহ যেন এই মানুষটাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। তিনি একজন মানবতার ফেরিওয়ালী তিনি গরীব থেকে শুরু করে বন্ধু বান্ধবীদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করতেন,তিনি সকলে বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করতেন,তিনি মাঝে মাঝে গান কবিতা লিখতেও ভালবাসতেন,তাকে চেনে না এমন লোক কমই আছে তিনি গরীবদের জন্য মহারানী বললেও চলে,তিনি আশে পাশে এবং এলাকার সকলের খবর রাখেন তাদের বিপদেও পাশে দাঁড়ান সব সময়,তিনি জন্ম নিয়েছেন মানুষের সেবার জন্যই মনে হয় কারন তিনি সর্বদা সবার জন্য ভাবেন,অনার মত মানুষ পৃথিবীতে কম বললেও চলে, আমরা অনার সুস্থতা ও দীর্ঘ আয়ূর জন্য প্রার্থনা করি,তিনি যেন সবাই কে যেমন হাসি খুশি রাখেন সে রকম যেন তিনিও তাকেন, এই দোয়া করি আমরা সকলে এবং এই দৈনিক আমার জনতার পক্ষ থেকে সকল সদস্য বিন্দুরা চাই বার বার আসুক বছর ঘুড়ে জন্ম দিন,🥰
শুভ জন্মদিন -ফারজানা আক্তার
বানীতে-আমরা সকল পএিকার সদস্য বিন্দুরা