যুক্তরাজ্যের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে খুব তাড়াতাড়ি এখন প্রবাসে যারা কেয়ার ভিসা,স্টুডেন্ট ভিসা ও স্কিল ওয়ার্কার ভিসায় গিয়ে ছিলেন তারা এখন মোটা মুটি বড় সর ধাক্কায় পড়ে যেতে হবে,
এই পরিবর্তনের কারনে দিন যত এগিয়ে যাচ্ছে দেশের পরিবর্তন ও হতে চলেছে আইনের ধারায়, নতুন নিয়ম করতে চলছে দেশটি, আর মিলবেনা প্রবাসীদের নাগরিকত্ব তাড়াতাড়ি,
সর্ব অপেক্ষা করতে হবে ১০ বছরের জন্য এবং যারা পড়া লেখা শেষ করেছেন বিদেশে তারা ২বছর কাজের জন্য সময় পাবেন,তারপর চলে যেতে হবে নিজ দেশে,এবং এখন সব কিছুতে ডিগ্রী লেভেলের লোক এবং ইংরেজিতে দক্ষ লোক ছাড়া সে দেশে তাকতে পারবে না।
অনেকটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই দেশে।
নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৫ বছরের জায়গায় ১০ বছর, কর্মসংস্থানে নিয়ন্ত্রণ, আর ভাষার কঠিন শর্ত সব মিলিয়ে অভিবাসীদের জন্য শুরু হয়েছে এক অনিশ্চিত লড়াই।
সুতরাং এখন আর আগের মত সবাই যুক্তরাজ্য যাওয়া কঠিন হয়ে পড়বে বাঙালিদের জন্য।