নিজস্ব প্রতিবেদকঃ-ফারজানা আক্তার
আজ সিলেট সন্ধ্যা ৬ ঘটিকায় সিলেট আন্তর্জাতিক ওসমানী এয়ারপোর্টে পৌঁছান সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বি,এন,পি দলের সকল লোকেরা একএ হয়ে ফুলেল শুভেচ্ছা জানান সিলেটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে,
সেই সাথে রয়েছেন বি,এন,পি সকল যুগ্ন সাধারন ও সম্পাদক মন্ডলিরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তার পর তিনি নিজ অফিস কক্ষে ডেকে নেন সকল কে, সকল সাংবাদিক ভাই ও বোনেরা সেখানে উপস্থিত হোন মিলনায়তনে,এবং বি,এন,পির সকল সদস্য বিন্দু ও অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন বৈঠক খানায়,
এক পর্যায় আলোচনা হয় সিলেট সম্পর্কে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেন, কোন দল বল নির্বিশেষে সবাই যেন একএে মিলে মিশে কাজ করতে পারেন এলাকা ও দেশের মানুষের কল্যানের জন্য,সব শেষে জানা গেল তিনি লন্ডন থাকা অবস্থায় ও দেশের মানুষের চিন্তায় মগ্ন ছিলেন,এবং এক পর্যায় তিনি জানান প্রবাসী ভাই বোনেরা যারা দেশে বাড়ি ঘর ফেলে চলে গেছেন তাদের জান-মালের যেন কোন ক্ষয়-ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য বলেছেন,
এবং বলেছেন প্রতিটি এলাকায় যেন নানা রকম অপকর্ম না হয় দুষ্কৃত রা যেন কারো ক্ষতি না করে সে দিকেও খেয়াল রাখতে উৎসাহ দেন তিনি, এবং আরো বলেছেন বি,এন, পি বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশের মানুষের অবস্থা যেমন ভালো ছিলো সে রকম যেন আবার হয় সেই দিন যেন জনগণ আবার ফিরে পায়, তারপর তিনি সকলেন সাথে মিলে মিশে ছবি উঠেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন, তারপর বৈঠক শেষ হয়,