এ বছর ১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন। সুযোগ বুঝে সেদিনই গণমাধ্যমের ক্যামেরা থেকে লুকিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। ২৮ ফেব্রুয়ারি মেহজাবীন ওই দিনের ছবি প্রকাশ করলে জানা যায়, আক্দের জমকালো টকটকে গোলাপি শাড়িটি আসলে মেহজাবীনের মায়ের বিয়ের শাড়ি। সেই শাড়িটিই বাড়ির বড় মেয়ে মেহজাবীনের বিয়েতে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার! ভক্তরাও রায় দিয়েছেন, মায়ের শাড়িতে মেহজাবীনের বিয়ের লুকটাই নাকি বিয়ের সব আয়োজনের ভেতর ছিল সবচেয়ে সেরা—‘সিম্পলের ভেতর গর্জিয়াস’।